মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ০০:০০

চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির বিশেষ সাধারণ সভা
গোলাম মোস্তফা ॥

বিভ্রান্তি এড়াতে চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতি বিশেষ সাধারণ সভা করেছে। গত ২৫ জুলাই সোমবার রাতে চাঁদপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে উক্ত সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির আহ্বায়ক রোটাঃ আলহাজ্ব মোঃ হাফিজ মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক মোল্লার পরিচালনায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক হেসেন খান, সদস্য মোঃ মফিজুল ইসলাম খান সেলিম, আলহাজ্ব ফারুক আহমেদ কাকন, মোঃ জাকির হোসেন, আবুল বাশার মিজি, মুরাদ হোসেন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় সংগঠনকে কুচক্রী মহলের বিতর্কের হাত থেকে রক্ষা করতে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন উপদেষ্টা পরিষদ এবং নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সকল সদস্যের উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হলে করতালির মধ্য দিয়ে সমর্থন করা হয়।

সভায় মোঃ দেলোয়ার হোসেন খানকে সভাপতি এবং মোঃ আবুল কাশেমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। কমিটির অন্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি মোঃ আলী প্রধানীয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান নান্নু, মোঃ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসনাত ভূঁইয়া, অর্থ সম্পাদক আব্দুল হানিফ, প্রচার ও দপ্তর সম্পাদক নিতাই কর্মকার, সমাজসেবা সম্পাদক মোঃ সামসুল হুদা, ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল প্রধানীয়া, সম্মানিত সদস্য মোঃ মিজানুর রহমান মাল ও মোঃ আমির হোসেন গাজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়