মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ জুলাই ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ১৭ জুলাই সকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড সাফুয়া গ্রামের হাঁসের বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

জানা যায়, পৌর এলাকার ৬নং ওয়ার্ডের সাফুয়া গ্রামের পাটওয়ারী বাড়ির লুৎফুর রহমানের বড় ছেলে লোকমান হোসেন খোকন (৪০) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিছুদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এর আগেও কয়েকবার এভাবে বাড়ি থেকে বের হয়ে হয়ে গেলেও কদিন পর আবার ফিরে আসতো সে। রোববার সকালে একই গ্রামের হাঁসের বাড়ির পুকুরে খোকনের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশটি উদ্ধারের পরে খোকনের ছোট ভাই রতন তার বড় ভাই বলে লাশটি শনাক্ত করেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনর্চাজ শহিদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিলো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়