মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ জুলাই ২০২২, ০০:০০

৪০তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা ও গুণীজন সম্মাননা
মেহেদী হাসান ॥

কচুয়ায় ৪০তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কচুয়া প্রেসক্লাবের আয়োজনে বিসিএসে সুপারিশপ্রাপ্ত কচুয়ার ৫ জন ও মাইক্রোসফটে নিয়োগপ্রাপ্ত ১ জনকে সংবর্ধনা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধানকে গুণীজন সম্মাননা দেয়া হয়েছে।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপ্রধানে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম।

প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার ও রাকিবুল হাসানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আবু জাফর মজুমদার (প্রশাসন), মাহমুদুল হাসান উৎপল (নিরীক্ষা ও হিসাব), আব্দুল কুদ্দুস (শিক্ষা), মাসুম বিল্যাহ (শিক্ষা), হাছিব আল মাহমুদ (শিক্ষা) এবং মাইক্রোসফটে নিয়োগপ্রাপ্ত রাজীব পাল।

বক্তব্য রাখেন সাংবাদিক আলমগীর তালুকদার ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য সনতোষ চন্দ্র সেন। আলোচনা শেষে সংবর্ধিত অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন দুলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি আফাজউদ্দীন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, মোঃ ইউনুছ, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক ওমর ফারুক সাইম, কার্যনির্বাহী সদস্য জিসান আহমেদ নান্নু, সাধারণ সদস্য মোঃ রাছেল ও রাজীব চন্দ্র শীল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়