প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে শিক্ষকদের সাথে ঈদণ্ডপরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই (শনিবার) দুপুর ১২টায় কলেজের সভাকক্ষে অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মোঃ গোলাম সারওয়ার, সাহেরা আক্তার, আলেয়া চৌধুরী, মোঃ কামরুল হাসান, সামিমা আক্তার, সিনিয়র প্রভাষক নূরুন্নাহার বেগম মুক্তা, মাওঃ ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক ফারজানা আক্তার, মোঃ জিয়াউর রহমান, হানিফ মিয়া, জহিরুল ইসলাম খান মুরাদ, মানিক মিয়া, হাবিবুর রহমান, সাহাদাৎ হোসেন, মাহবুবুর রহমান, প্রদর্শক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মনজু হোসেন পাটওয়ারী, শরীরচর্চা শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি হালিমা আক্তার, গ্রন্থাগার শিক্ষক নাছরীন আক্তার ও বহরিয়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ।