প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের ষোলঘরস্থ পালকি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখ, কচুয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাওঃ রুহুল আমীন, সদস্য সচিব অ্যাডঃ মাইনুদ্দিন মাইনু, শাহরাস্তি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আঃ মান্নান মোল্লা, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আঃ আউয়াল মিয়াজী, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন প্রমুখ।
পৌর জাতীয় পার্টির আহ্বায়ক শাহআলম মিয়াজীর সভাপ্রধানে ও যুগ্ম আহবায়ক ইব্রাহিম দেওয়ান স্বপনের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মাতাব্বর, গোলাম মোস্তফা, সদস্য সচিব ফেরদৌস খান, পৌর জাতীয় পার্টির সদস্য শাহরিয়ার হোসেন, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম রাজা, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব নান্নু ভূঁইয়া, জেলা ছাত্রসমাজের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, জেলা সাইবার পার্টি কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মাইনুল ইসলাম মীর, জেলা জাতীয় সাইবার পার্টির সমন্বয়ক জাকারিয়া হান্নান প্রমুখ।
সভায় বক্তারা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত পল্লীবন্ধু এরশাদের কর্মময় জীবনের উপর আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চান।
আলোচনা শেষে চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরুর পরিচালনায় পল্লীবন্ধু এরশাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়।