প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০
স্টাফ রিপোর্টার ॥
ঈদের নতুন জামা-কাপড় পরে হাতে মেহেদী লাগিয়ে এবং উন্নতমানের খাবার খেয়ে এবারও ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছে চাঁদপুর সরকারি শিশুর পরিবারের নিবাসী এতিম শিশুরা। শিশু পরিবারের নিজস্ব অর্থায়ন ও কিছু সহৃদয় মানুষের সহযোগিতায় শিশুদের জন্যে এ ঈদ উপহার দেয়া হয়। জেলা প্রশাসক কামরুল হাসান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল উপস্থিত থেকে চাঁদপুর শিশু পরিবারের শিশুদের ঈদ আনন্দ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।