প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর শহরে নিজ বাসভবনে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। ১০ জুলাই রোববার ঈদের দিন তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় চাঁদপুর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া চাঁদপুর শহর যুবলীগ নেতা মরহুম লিটন বেপারীর পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করেন। এ সময় তাদের খোঁজখবর নিয়ে অসহায় পরিবারকে তিনি ঈদবস্ত্র ও নগদ অর্থ প্রদান করেন।