প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন পাটোয়ারীর বড় ভাই ডাঃ জহিরুল হক পাটোয়ারী (৯৫) গত ৯ জুলাই রাত সাড়ে ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। পরদিন ১০ জুলাই পবিত্র ঈদুল আজহার নামাজের পর মমিনপুর হাফেজিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে মরহুমের নামাজে শেষে রামচন্দ্রপুর (মমিনপুর) গ্রামের পাটোয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজে ইমামতি করেন মমিনপুর হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতার বড় ছেলে ও মমিনপুর মুহসিনিয়া হাফেজিয়া মাদ্রাসার সাবেক মোহতামিম হযরত মাওঃ হাফেজ মোহাম্মদ খালেদ বিন মুহসিন।