প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০
ভেজাল খাদ্যসামগ্রী রাখা ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪১ ধারায় ফরিদগঞ্জ উপজেলা সদরের রাসেল আইসক্রিম কারখানার মালিক রাসেল আহম্মেদ (৪১)কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কারখানাটি সিলগালা করে দেয়া হয়। শুক্রবার (১৫ জুন) রাতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা এই অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে রাসেল আইসক্রিম কারখানা থেকে বিপুল পরিমাণ মেয়াদবিহীন আইসক্রিম, কাপড়ের রং ও বিভিন্ন অনুমোদনহীন কেমিকেলসামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামাদি পরে উপস্থিতিদের সামনে ধ্বংস করা হয়।
বিষয়টি নিয়ে ইউএনও তাসলিমুন নেছা জানান, কারখানার মালিক রাসেল বেআইনিভাবে আইসক্রিম কারখানাটি পরিচালনা করে আসছেন। তিনি নোংরা পরিবেশ, লাইসেন্সবিহীন, কাপড়ের রং মিশিয়ে আইসক্রিম তৈরি ও ভেজাল এবং মেয়াদবিহীন আইসক্রিম বিক্রি ও উৎপাদন করে আসছেন। উক্ত অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯-এর ৪১ ধারা মোতাবেক তাকে ৩ মাসের কারাদণ্ড ও কারখানাটি সিলগালা করে দেয়া হয়।