প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০
চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ঈদের বিশেষ ট্রেনের ছাদ থেকে পড়ে আব্দুল লতিফ (৪৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে হাজীগঞ্জ উপজেলার কৈয়ারপুল রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লতিফ চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ মধ্য ইচলীর আব্দুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম হতে চাঁদপুরগামী ঈদের স্পেশাল ট্রেনের ছাদে করে লতিফ চাঁদপুরে আসছিলেন। কৈয়ারপুল এসে লতিফ ট্রেনের ছাদ থেকে পড়ে চাকার নিচে ঢুকে পড়লে মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেলওয়ে চাঁদপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্যাহ বাহার জানান, লাশ উদ্ধারের জন্যে লোক পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।