প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০
হাজীগঞ্জে এসএসসি পরীক্ষার্থী সহপাঠীর ধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন অপর সহপাঠী (১৬)। এমন খবরে এলাকা থেকে পালায় সৈকত (১৬) নামের অভিযুক্ত ওই তরুণ। ছেলেটির বাড়ির ফ্রিজে মাংস রাখতে গেলে গত জানুয়ারিতে ছেলেটি তাকে ধর্ষণ করে বলে মেয়েটি জানায়। এদিকে সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে এলাকায় বিচারপ্রার্থী এ শিক্ষার্থী। তারা উভয়ে হাটিলা টঙ্গিরপাড় উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। সৈকত উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের পূর্ব হাটিলা গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মনির হোসেনের ছেলে।
ঘটনার শিকার ওই পরীক্ষার্থী জানান, গত ৪ জানুয়ারি সৈকতদের বাড়ির ফ্রিজে মাংস রাখতে গেলে সৈকত তাকে জোর করে ধর্ষণ করে। ওই সময়ে সৈকতের মা বাড়িতে ছিলেন না।
মেয়েটির বাবা জানান, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারকে অবহিত করেছি। তিনি ছেলের অভিভাবকদের জানিয়েছেন এবং দুপক্ষকে বসে সমাধানের পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজমুদার জানান, বিষয়টি আমি শুনেছি। আজ শনিবার (গতকাল) দুপক্ষের মাঝে সমঝোতা হয়েছে। তারা আজ সন্ধ্যায় বা আগামীকাল রোববার (আজ) নিজ নিজ পরিবারের লোকজন নিয়ে আনুষ্ঠানিকভাবে বসবে।