সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০

চাঁদপুরে ঈদুল আজহা উদ্‌যাপিত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

সারাদেশের ন্যায় চাঁদপুরেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। রোববার (১০ জুলাই) চাঁদপুরের সর্বত্র সর্বশক্তিমান আল্লাহর কাছে সার্বিক কল্যাণ কামনা এবং পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। এদিন সকালে প্রথমে ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ আদায়ের পরেই এদিনের প্রধান অনুষঙ্গ আল্লাহর রাহে পশু কোরবানির কাজে ব্যস্ত হয়ে পড়েন তারা। তারপর জনে জনে সৌহার্দ্য-সম্প্রীতি আর ঈদণ্ডশুভেচ্ছা বিনিময় করেন। এজন্যে অনেকেই বেড়াতে যান আত্মীয়-স্বজনদের বাড়িতে।

চাঁদপুর পৌর ঈদগাহ, চাঁদপুর স্টেডিয়াম, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠসহ অন্যান্য স্থানে ঈদের বড় বড় জামাত অনুষ্ঠিত হয়। পৌর ঈদগাহে জেলা প্রশাসক কামরুল হাসান ও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, বাবুরহাট পুলিশ লাইনে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), চাঁদপুর স্টেডিয়ামে জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান নামাজ আদায় করেন।

রৌদ্রোজ্জ্বল পরিবেশে সুন্দরভাবে মাঠে-ময়দানে ঈদের নামাজ আদায় করতে পেরে মুসল্লিরা খুবই খুশি। নামাজ শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। তারা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়