মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ জুলাই ২০২২, ০০:০০

এবার ঈদে একুশে টিভিতে প্রচারিত হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ডিম আগে না মুরগী আগে’?
অনলাইন ডেস্ক

এবার ঈদে একুশে টিভিতে প্রচারিত হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ডিম আগে না মুরগী আগে?’। ঈদের দিন থেকে ৭ দিন প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নাটকটি প্রচারিত হবে। ব্যতিক্রমী নামের নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হারুন রুশো।

৭ পর্বের ধারাবাহিক এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চাঁদপুরের কৃতী সন্তান সৈয়দ শিপুল। একই সাথে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরীফ চৌধুরী। দুজনেই বর্ণচোরা নাট্যগোষ্ঠী, চাঁদপুরের নাট্যাভিনেতা ও নির্দেশক।

এ নাটকে দেশের বিশিষ্ট অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন। চমৎকার এই হাসির নাটকটি দক্ষতার সাথে পরিচালনা করেছেন হারুন রশো। তিনিও মঞ্চের একজন দক্ষ নির্দেশক ও নাট্যাভিনেতা। নাটকের কাহিনি রচিয়তাও এ নাটকের পরিচালক হারুন রুশো। চিত্রগ্রহণে ছিলেন দক্ষ চিত্রগ্রাহক জাহিদ নান্নু ও কিশোর মাহমুদ। নাটকের প্রধান সহকারী পরিচালক সুমন সরকার, সহকারী পরিচালক সাঈদ আমিন, সার্বিক তত্ত্বাবধান রাজীব মণি দাস।

অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, কাজী নওশাবা, সৈয়দ শিপুল, নাঈমা আলম মাহা, আশরাফ সুপ্ত, আব্দুল্লাহ রানা, জয়শ্রী কর জয়া, অনামিকা যুঁথী, মার্জান সুমী, হানিফ পালোয়ান, অনুভব মাহবুব, সীমানা শীলা, আফরোজা হোসেন, ইউশা, শরীফ চৌধুরী, হারুন রুশো, মোহসীন রনি প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে ব্যাপারীর ছোট ছেলে খাইরুলকে বাড়ি থেকে খানিকটা দূরে পুকুরপাড়ে আলাদা ঘর করে দেয়া হয়েছে। তার থাকা, খাওয়া, ঘুমানো সবকিছু হয় সেই আলাদা বাড়িতেই। বাড়ি থেকে সময় মতো খাবার-দাবার থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয় তার কাছে। তবে ঘণ্টা না বাজানো পর্যন্ত কেউ সেখানে যেতে পারে না, কারণ হুটহাট গেলে মুরগীদের বিশ্রামের ব্যাঘাত ঘটতে পারে। খাইরুলের সারাদিন কাটে মুরগী আর ডিম নিয়ে গবেষণা করে। কলেজে পড়ার সময় হুট করেই মাথায় ঢুকেছিল একটি বহুল চর্চিত প্রশ্ন ‘ডিম আগে না মুরগী আগে’। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বন্ধ হয়ে যায় খাইরুলের লেখাপড়া, দীর্ঘদিনের প্রেমিকা নাজমার বিয়ে হয় অন্যখানে। তাইতো নিজের বাড়ি থেকে অনেকটা বিতাড়িত হয়ে থাকতে হচ্ছে জঙ্গলবাড়িতে।

তবুও এই প্রশ্নের সঠিক উত্তর তার চাই। কারণ প্রশ্নটা সহজ কিন্তু উত্তরটা মোটেই সহজ নয়। মুরগীর জীবনচক্র, খাদ্যাভাস, বিশ্রাম, প্রজনন নিয়ে ব্যাপক পড়াশোনা করেছে খাইরুল। তবে মুরগী নিয়ে প্রচলিত সাধারণ বইপত্র খাইরুলের মোটেও পছন্দ নয়, বরং তার মতে মুরগীর সৃষ্টি রহস্য উদ্ঘাটন করতে হলে তাদের সাথে গভীরভাবে মিশতে হবে; তাইতো খাইরুলের ধ্যানজ্ঞান সবকিছুই মুরগীকেন্দ্রিক। এমনকি তার দাবি, সে মুরগীদের কথাও নাকি বুঝতে পারে। এভাবেই এগিয়ে যেতে থাকে গল্পের কাহিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়