প্রকাশ : ০৮ জুলাই ২০২২, ০০:০০
৭ জুলাই বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। পশুর হাটের আইনশৃঙ্খলা বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে পশুর হাটগুলোর নিরাপত্তা রক্ষায় পুলিশ তাদের দায়িত্ব যথাযথ পালন করছে কিনা সেটি সরেজমিনে তদারকি করেন পুলিশ সুপার।
চাঁদপুর জেলায় ২০৯টি কোরবানির পশুর হাট ইতোমধ্যে বসেছে। এসব হাটে আইনশৃখলা রক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কাজ করছে জেলা পুলিশ। পরিদর্শনকালে পশুর হাটের ইজারাদার, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলেন তিনি।
ইজারাদার, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, দেশে করোনা সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সবাইকে করোনা থেকে সুরক্ষিত থাকার জন্যে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। হাটের পশু বিক্রয়কৃত টাকা কেউ যদি পুলিশ পাহারায় বাড়ি নিয়ে যেতে ইচ্ছে পোষণ করেন, তাহলে জেলা পুলিশ আপনাকে নিরাপদে পুলিশ পাহারায় আপনার বাড়ি অথবা গন্তব্যস্থলে পৌঁছে দিবে। হাটের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। প্রতিটি কোরবানি পশুর হাটের নিরাপত্তায় থানার নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি রয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প, অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম, জাল নোট শনাক্তকরণ বুথ, সাদা পোশাকে পুলিশি ব্যবস্থা, ওয়াচ টাওয়ার, মেডিকেল ক্যাম্প, মানি এস্কট ও নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থা। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সম্পর্কে অবগত করতে পুলিশ কন্ট্রোল রুম, চাঁদপুরের মোবাইল নাম্বার : ০১৩২০-১১৬৮৯৮-এর সাথে যোগাযোগ করুন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।