সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ জুলাই ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ
ভ্রাম্যমাণ প্রতিনিধি ॥

ফরিদগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী স্বামী এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাচ্ছেন না। উল্টো তিনি নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, ৭নং পাইকপাড়া ইউনিয়নের সাচিয়াখালি গ্রামের মোঃ আব্বাস পাটোয়ারীর ছেলে মোঃ হাবিবুর রহমান পাটোয়ারীর সাথে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি একই উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের বেহারীপুর গ্রামের আক্কাছের মেয়ে মাইমুনা আক্তার স্মৃতির কোর্ট এফিডেভিটের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পরে বৌভাতের দিন স্বামী হাবিবের দেয়া আট ভরি স্বর্ণ, দামি মোবাইল সেট ও অন্যান্য জিনিস নিয়ে মাইমুনা আক্তার স্মৃতির মা রুনা বেগম ও বাবা আক্কাছের কূটকৌশলে পড়ে বাড়িতে গিয়ে ওঠেন। পরে স্বামী হাবিবুর রহমান তার শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে শত চেষ্টার পরেও নিজের বাড়িতে নিতে ব্যর্থ হয়। তার নিজের চেষ্টার ব্যর্থতার পরে স্থানীয় মেম্বার এবং মান্যগণ্য ব্যক্তিবর্গকে নিয়ে একাধিকবার সালিসি বৈঠক করলেও তার শ্বশুর এবং শাশুড়ি হাবিব ও তার স্ত্রীকে সংসার করতে দেয়নি। তিনি বলেন, তার স্ত্রীকে আনতে গিয়ে বারবার অপমানিত এবং লাঞ্ছিত হয়েছেন। তারা একাধিকবার তার ওপর অমানবিক অত্যাচারও করেছে। তিনি আরো বলেন, সর্বশেষ তাদেরকে দেয়া বিভিন্ন জিনিসগুলো ফেরৎ দেয়ার জন্যে অনুরোধ করেছিলাম। কিন্তু জিনিসগুলো না দিয়ে আমাকে বারবার বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে ভয়-ভীতি দেখাতেন।

হাবিবুর রহমান উপায়ন্তর না পেয়ে ২৯-০৬-২২ তারিখে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেন। ফরিদগঞ্জ থানায় অভিযোগ দাখিলের পরেও হাবিবুর রহমান কোনোরকম প্রতিকার পাচ্ছেন না। উল্টো তিনি তার শ্বশুরবাড়ির পক্ষ হতে নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা এবং বিভিন্ন যৌতুকের দাবিতে ওয়ারেন্টের আসামি হয়ে প্রবাসে জীবনযাপন করছেন বলে অভিযোগ করেন।

ফরিদগঞ্জ থানার এসআই আমজাদ হোসেন বলেন, সমস্যাটি সমাধানকল্পে মাইমুনার স্বামী হাবিবুর রহমান ও হাবিবুর রহমানের বাবা আব্বাস পাটোয়ারীর আন্তরিকতা ছিলো। কিন্তু মাইমুনার মা রুমা বেগম এবং তার বাবা আক্কাছের কোনো আন্তরিকতা ছিলো না। উল্লেখ্য, চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মায়মুনা বাদী হয়ে যে মামলা করেছে এবং সেখানে উল্লেখিত বিষয়গুলো সত্য নয় বলে হাবিব জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়