প্রকাশ : ০৮ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর জেলার অনূর্ধ্ব-১২, ১৪, ১৬ ও ১৮ বছর বয়সী ক্রিকেটারদের নিয়ে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল স্পোর্টস্ একাডেমীর আয়োজনে ক্রিকেটারদের ফিটনেস ও ফিল্ডিং প্রশিক্ষণে অংশ নেয় ৪৫ জন বিভিন্ন বয়সী ক্রিকেটার।
বুধবার (৬ জুলাই) বিকেলে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের মাঝে একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। শুভেচ্ছা উপহারগুলো একাডেমীর প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের পক্ষ থেকে দেয়া হয়।
প্রশিক্ষণার্থীদের মাঝে উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রিকেটার রাফসান জানিসহ একাডেমীর হেড কোচ মোশারফ বাবু।
একাডেমীর খেলোয়াড়দের ৬ দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন জেলা দলের ক্রিকেটার ফজলে রাব্বি, জিসান, সাখাওয়াত, বাপ্পি ও সাইফুদ্দিন বাবু। প্রশিক্ষণে ফিটনেসসহ অন্যান্য বিভাগে সেরা অনূর্ধ্ব-১৪ দলের অমিত হাসান, ১৬ দলের সিয়াম ও ১৮ দলের কাউছারকে পুরস্কৃত করা হয়।