প্রকাশ : ০৭ জুলাই ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ পৌর এলাকাধীন সোনালি বালিকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির পুনরায় সভাপতি মনোনীত হয়েছেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী। গত ৩ জুলাই বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক কর্তৃক প্রেরিত পত্র অনুসারে গঠিত ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি। ইতিপূর্বে তিনি এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. মিজানুর রহমান জানান, চিঠিটি গত ৩ জুলাই পাঠানো হলেও বুধবার (৬ জুলাই) তিনি হাতে পান। কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি মজিবুর রহমান এবং অভিভাবক প্রতিনিধি লিয়াকত।