প্রকাশ : ০৭ জুলাই ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ জুলাই) সকালে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে এবং স্কুলের ছেলে-মেয়ে ও প্রতিবন্ধীসহ সকল পর্যায়ের শিক্ষার্থীদের জন্যে সরকার স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার কারণে স্কুল পর্যায়ে বর্তমানে শিশুদের রোগের প্রাদুর্ভাবের হার কমেছে। বর্তমানে প্রায় প্রতিটি বিদ্যালয়ে ওয়াশব্লক স্থাপন করা হয়েছে। কারণ আমরা শিক্ষাজীবনের শুরু থেকেই যদি শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করতে পারি, তবে তারা অনেকাংশে নানা ধরনের রোগ থেকে মুক্তি পাবে।
উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আঃ মান্নান পরাণ, কাউন্সিলর জায়েদ হোসেন বাবুল পাটওয়ারী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র রায়।