মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ জুন ২০২২, ০০:০০

কাল জগন্নাথদেবের রথযাত্রা
বিমল চৌধুরী ॥

আগামীকাল ১ জুলাই শুক্রবার সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা অনুষ্ঠান। এদিন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ পুণ্য অর্জনের নিমিত্তে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ বজায় রেখে তাদের আরাধ্য ভগবান শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও শুভদ্রা দেবীকে সুসজ্জিত রথে আহোরণ-পূর্বক ভক্তি-শ্রদ্ধা সহকারে জগন্নাথ দেবের মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে নিয়ে যাবেন। সেখানেই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা পর্যন্ত ব্যাপক ধর্মীয় অনুষ্ঠান। পরবর্তীতে উল্টো রথযাত্রার দিনে ভক্ত নর-নারী জয় জগন্নাথ, বলরাম, শুভদ্রাকে আনন্দঘন পরিবেশে পুনরায় পূর্বের মন্দিরে নিয়ে আসবেন। শেষ হবে সপ্তাহব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান। সারা দেশের ন্যায় চাঁদপুরেও ব্যাপক আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হবে। ব্যাপক আয়োজনে রথযাত্রা উদ্‌যাপনে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ চাঁদপুর পুরাণবাজার ঘোষপাড়া গোবিন্দ মন্দিরে (ইসকন মন্দির) ৮ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করেছে। ১ জুলাই গোবিন্দ মন্দিরে (ইসকন) ভোর সাড়ে ৪টায় হতে মঙ্গল আরতি, নৃসিংহ আরতি তুলশী আরতি, গুরু পূজা, ভাগবত পাঠ, গুরু বন্দনা, ভজন কীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও শুভদ্রা মহারাণীর রাজ-ভোগ, জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ, জগন্নাথ লীলা কথা, বিশিষ্ট বক্তাদের উপস্থিতিতে ধর্মীয় আলোচনা সভা শেষে বিকেল ৪টায় ভক্তবৃন্দের উপস্থিতিতে পুরাণবাজার লোহারপুল হতে জগন্নাথ দেবের সুসজ্জিত রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা। সুসজ্জিত রথসহ বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে নতুনবাজারস্থ গোপাল জিউড় আখড়ায় (জগন্নাথ দেবের মাসীর বাড়ি) গিয়ে শেষ হবে। এখানেই আগামী ৭ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত হবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। পরদিন ৮ জুলাই অনুষ্ঠিত হবে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠান। এদিন ভক্তগণ জগন্নাথদেবের রথখানা ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে তাদের সুবিধামত সময়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পুনরায় পূর্বের স্থানে নিয়ে যাবে।

বৈশ্বিক করোনার কারণে গত ২ বছর জগন্নাথ দেবের রথযাত্রা ব্যাপক আয়োজনে করতে না পারলেও এ বছর ব্যাপক আয়োজনে রথযাত্রা উদ্‌যাপনের আয়োজন করছেন চাঁদপুর পুরাণবাজার হরিসভা রোডস্থ সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির। তারা ১ জুলাই তাদের আয়োজিত সুসজ্জিত রথখানা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে চাঁদপুর শহরস্থ শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে নিয়ে আসবেন। এখানে ৭ জুলাই পর্যন্ত সকাল থেকে রাত অবধি অনুষ্ঠিত হবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। পরদিন ৮ জুলাই ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জগন্নাদেবের রথখানা ফিরে যাবে মূল মন্দির হরিসভা জগন্নাথ মন্দিরে। একই দিন রথযাত্রা অনুষ্ঠিত হবে চাঁদপুর শহরস্থ নতুনবাজার গোপাল জিউড় আখড়ায়। তারা তাদের ঐতিহ্যবাহী রথখানা বাদ্য-বাজনা সহকারে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নিয়ে যাবে শহরের মেথা রোডস্থ দুর্গা মন্দিরে। একই পর্যায়ে তা আবার উল্টো রথযাত্রার দিন ফিরে যাবে স্ব মন্দিরে। একই দিন অনুষ্ঠিত হবে শত বছরের ঐতিহ্যবাহী পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সের রথযাত্রা। এছাড়াও হরিসভা রোডস্থ শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে শ্রী শ্রী জগন্নাদেবের রথযাত্রা উপলক্ষে রথের প্রথম দিন থেকে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী রথযাত্রা উৎসব। থাকছে বিশ্বশান্তি দেশ ও জাতির কল্যাণ কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। প্রতিটি অনুষ্ঠানে ভক্তহৃদয়ের আন্তরিক উপস্থিতি কামনা করেছেন গোবিন্দ মন্দির ইসকনের অধ্যক্ষ ও জেলা সভাপতি জগদানন্দ প-িত দাস ব্রহ্মচারী, উৎসব কমিটির শ্রীমান রত্নেশ্বর গৌরহরি দাস, শ্রীমান নিতাই ভগবান দাস, পুরাণবাজার সার্বজনীন জগন্নাথ মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ, অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারি, নতুনবাজার গোপাল জিউড় আখড়া কমিটির সাধারণ সম্পাদক বাপ্পী পাল, হরিসভা মন্দির কমপ্লেক্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক উমেষ চন্দ্র সাহা, পুরাণবাজার শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরের সভাপতি রোটাঃ রিপন সাহা, সাধারণ সম্পাদক সহদেব বর্মণ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়