মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ জুন ২০২২, ০০:০০

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বাদল মজুমদার ॥

চাঁদপুর সদর উপজেলা টুর্নামেন্ট কমিটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে দেশের তৃণমূল থেকে বেরিয়ে আসবে ভালো মানের খেলোয়াড়। এসব খেলোয়াড় একদিন জাতীয় পর্যায়ে খেলবে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে নেতৃত্ব দেবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আঃ হাই, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মজিবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মানসুর আহমেদ ও হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাসান ইমাম বাদশা। বক্তব্য রাখেন হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি, উত্তর বালিয়া বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলেহউদ্দিন, উত্তর ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা খান, যোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুল, গুণরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল মামুন ও গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম।

এই টুর্নামেন্টে দুটি ভেন্যুতে সদর উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়