মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ জুন ২০২২, ০০:০০

চাঁদপুরে মাদ্রাসা ছাত্রকে অমানবিক নির্যাতন ॥ থানায় অভিযোগ
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় মারকাজুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ আঃ কাদের কর্তৃক হেফজ শাখার কিশোর ছাত্রকে মিথ্যা অজুহাতে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের ওয়্যারলেস মোড় এলাকায় একটি বহুতল ভবনের ২য় তলায় স্থাপিত মারকাজুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার হেফজ শাখার (২৩ পারা কুরআন মুখস্থকারী) কিশোর ছাত্র মোঃ হোসেন (১৫) (পিতা হারুন মিজি, সাং-গুলিশা) কে মিথ্যা অজুহাতে ১৭ জুন দিবাগত মধ্যরাতে অমানবিক শারীরিক নির্যাতন করেন মাওঃ আঃ কাদের। নির্যাতনের শিকার ছাত্র মোঃ হোসেনের চিৎকারে তাৎক্ষণিক মাদ্রাসার অন্যান্য শিক্ষক ঘটনাস্থলে ছুটে এসে মারধর না করার জন্য বারণ করেন। এক পর্যায়ে নির্যাতনের শিকার ছাত্রটি জ্ঞান হারিয়ে ফেললে অন্যান্য শিক্ষক ছাত্রের অভিভাবককে খবর দিয়ে বিষয়টি জানান। পরে নির্যাতনের শিকার ছাত্রের অভিভাবক এসে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে ছাত্রটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোঃ আঃ কাদেরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রটি ৩০টাকা চুরি করায় তাকে শাসন করা হয়েছে। অমানবিক শারীরিক নির্যাতনের বিষয়ে তিনি বলেন, আমি তাকে অমানবিক শারীরিক নির্যাতন করিনি। তার অভিভাবক এ ঘটনা ঘটিয়েছে। এর বাইরে তিনি আর কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে এ অমানবিক নির্যাতনের বিষয়ে মাদ্রাসার অন্য কোনো শিক্ষক এবং কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হননি।

এদিকে এ ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবার এবং সচেতন নাগরিকগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়