রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জুন ২০২২, ০০:০০

আশ্রাফপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়ার আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সফিকুর রহমানের বিদায় সংবর্ধনা ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছফি উল্যাহ বিএসসি’র সভাপ্রধানে ও সহকারী শিক্ষক মকবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইউনিট চাঁদপুর জেলা শাখার সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী। এ সময় তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের সম্যক জ্ঞান থাকতে হবে। জানতে হবে স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে এ প্রজন্মের শিক্ষার্থীদেরকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদেরকে পাঠ্যবইয়ের পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষক সফিকুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সমাজকর্মী শামসুদ্দিন সৈকত ও রইছ উদ্দিন, পরীক্ষার্থী রুবিনা আক্তার ও ফয়সাল হোসেন। অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন মাওঃ ইমাম হোসেন ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষক সফিকুর রহমানকে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে বিশেষ উপহার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়