সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৭ জুন ২০২২, ০০:০০

বালুবাহী বাল্কহেড, কারেন্ট জাল ও নৌকাসহ ১৪ জন আটক
স্টাফ রিপোর্টার ॥

নৌপথে অপরাধ দমনে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নৌ পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। নৌ পুলিশের হেডকোয়ার্টার থেকে অতিরিক্ত আইজিপি মোঃ সফিকুল ইসলামের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে তাদের ‘পায়রা’ নামক জাহাজ নিয়ে এ অভিযান চালানো হয়। নৌপুলিশের হেডকোয়ার্টার থেকে আগত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) ড. আ.ক.ম. আক্তারুজ্জামান বসুনিয়ার পরিচালনায় ও চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামানের সহযোগিতায় নদীতে এ অভিযান চালানো হয়।

১৫ জুন বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীন এ অভিযান চাঁদপুর নৌ থানা এলাকা থেকে শুরু হয়ে তা মতলব উত্তরের ষাটনল পর্যন্ত বিস্তৃত ছিল। এ অভিযানে জাটকা, অবৈধ কারেন্ট জালসহ ১০ জেলে এবং ২টি বালুবাহী বাল্কহেডসহ ৪ জন ও ৪টি জেলে নৌকা জব্দ করা হয়েছে। এ অভিযানে নৌ পুলিশ হেডকোয়ার্টারের টিম, চাঁদপুর নৌ থানা পুলিশ, বেলতলী নৌ পুলিশ ফাঁড়ি ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির টিম স্পীডবোট নিয়ে একযোগে অংশ নেয়।

এমন বিশেষ অভিযানে নৌপুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) নুরানী ফেরদৌস দিশা, (ইন্টিলিজেন্ট) মাহফুজ্জামান সরকার, চাঁদপুর নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, সহকারী পুলিশ সুপার (চাঁদপুর জোন) মোঃ তোফাজ্জল হোসেন, চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামানসহ অন্য ফাঁড়ির ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে নৌপুলিশের হেডকোয়ার্টার থেকে আগত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) ড. আ.ক.ম. আক্তারুজ্জামান বসুনিয়া বলেন, উত্তাল নদীতে অপরাধ দমনে অভিযান পরিচালনায় সক্ষম বেশ ক’টি জাহাজের মধ্যে ‘পায়রা’ অন্যতম। এমন আরো কিছু জাহাজ নদীতে অভিযানের জন্যে বৃদ্ধি করা হবে। নদীপথে যে কোনো অপরাধপ্রবণতা কমিয়ে আনতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়