প্রকাশ : ০৭ জুন ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ৫ কেজি গাঁজাসহ তাসলিমা বেগম নামে (২৬)এক নারীকে আটক করেছে পুলিশ।
থানা সূত্র জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এসআই আনোয়ার হোসেন ও এএসআই গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হরিণা এলাকার বেপারী বাড়ি প্রকাশ (ধোয়া বাড়ির) দুলাল বেপারীর বসতঘরে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী তাসলিমা (২৬)কে তার বাবার ঘর থেকে আটক করেছে। তাসলিমা ও তার স্বামী ফয়সাল শেখ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। দীর্ঘদিন তার ওপর পুলিশি নজরদারি করে তাসলিমাকে গাঁজাসহ আটক করা গেলেও তার স্বামী পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।