রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ জুন ২০২২, ০০:০০

নবাগত জেলা প্রশাসককের সাথে জাতীয় পার্টির শুভেচ্ছা বিনিময়

নবাগত জেলা প্রশাসককের সাথে জাতীয় পার্টির শুভেচ্ছা বিনিময়
গোলাম মোস্তফা ॥

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সাথে শুভেচ্ছা বিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা আহ্বায়ক আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়ার নেতৃত্বে গতকাল ৬ জুন সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এসে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে চাঁদপুরের শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ লেকের উপর নির্মিত অঙ্গীকারটির উদ্বোধক সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পাটির প্রতিষ্ঠাতা প্রয়াত এইচএম এরশাদের নাম ফলকটি দ্রুত সময়ের মধ্যে যথাযথ স্থানে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি আগামী ১১ জুন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের চাঁদপুরে আগমনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানান। নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা আহ্বায়ক আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখ, প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর, জেলা জাতীয় পার্টির সদস্য রফিকুল ইসলাম খান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরু, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আলম মিজি, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম দেওয়ান স্বপন, গোলাম মোস্তফা, সদস্য সচিব ফেরদৌস খান, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম রাজা, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ খান, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক শরীফ হোসেন পাটোয়ারী, সদস্য সচিব অ্যাডঃ মোঃ আরিফ হোসেন, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভূঁইয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়