রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ জুন ২০২২, ০০:০০

ফেসবুকে ঝিলমিল সাংস্কৃতিক সংগঠনকে জড়িয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাসের ঘটনায় থানায় জিডি
নিজস্ব প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার রহিমানগরে অবস্থিত ঝিলমিল সাংস্কৃতিক সংগঠনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাসের ঘটনায় কচুয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব উল্লাহ চৌধুরী ফরহাদ বলেন, আমাদের সংগঠন ও আমার পারিবারিক জীবন জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সংগঠন ও আমার সুনাম ক্ষুণœ করার পাঁয়তারা করা হয়েছে। আমি প্রায় ১৪ বছর ধরে কচুয়ার সাংস্কৃতিক অঙ্গনকে বিকশিত করার লক্ষ্যে কাজ করছি। কিছু কুরুচিপূর্ণ বিপথগামী মানুষ তা সহ্য করতে না পেরে আমাদের সংগঠনের বিরুদ্ধে ফেসবুকে বাজে স্ট্যাটাস প্রদান করেছে। আমি গত ১৬ এপ্রিল বিষয়টির প্রতিকার চেয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করি। যার নং ৭৬৬। যারা এ ঘটনার সাথে সম্পৃক্ত আমি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

গতকাল সোমবার এ ব্যাপারে জানতে চাইলে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে ফেক আইডি ব্যবহারকারী শনাক্তের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এদিকে ঝিলমিল সাংস্কৃতিক সংগঠনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাসের ঘটনায় কচুয়া থানায় অভিযোগের ৫০ দিন পেরিয়ে গেলেও ওই অভিযোগের কোনো অগ্রগতি না হওয়ায় বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনার দোষীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়