রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ জুন ২০২২, ০০:০০

অনুসন্ধান, ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী সংবাদ উপস্থাপন করাই সংবাদপত্র ও সাংবাদিকদের সার্থকতা
শামীম হাসান ॥

আমাদের সমাজের ভালো কাজগুলোর চিত্র পত্রিকার পাতায় তুলে আনতে পারলেই সেটি সমাজের জন্যে কল্যাণকর হবে। অনুসন্ধান, ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী সংবাদ উপস্থাপন করাই সংবাদপত্র ও সাংবাদিকদের সার্থকতা। যায়যায়দিন পত্রিকাটি অনেকাংশেই আমাদের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে।

গতকাল ৬ জুন রোববার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী। এদিন সকালে দৈনিক যায়যায়দিন পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুন্নবী নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন ফেন্ডস্ ফোরামের সাধারণ সম্পাদক শামীম হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আমান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, দুর্নীতি দমন কমিশন ফরিদগঞ্জের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে খুদে শিক্ষার্থীসহ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এর আগে ফরিদগঞ্জ বাজারস্থ পৌরসভার সম্মুখ সড়কে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বের করা হয়। উপস্থিত ছিলেন নারায়ণ রবি দাস, আমান, মেহেদী হাসান, জাকির হোসেন, জাহিদ হোসেন, রুহুল আমিন স্বপন, মামুন হোসাইন, এফএ মানিক, জসিম উদ্দিন ও বর্ণমালা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়