প্রকাশ : ০৬ জুন ২০২২, ০০:০০
বৈধ কাগজপত্র না থাকায় ফরিদগঞ্জ উপজেলায় ২টি ডায়াগনস্টিক সেন্টার জরিমানা ও সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অবৈধভাবে চালানো এবং লাইসেন্স না থাকায় খাজুরিয়া বাজারের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা এবং মেডিট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টারেকে ৫ হাজার টাকা জরিমানা ও ২টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মামুন আহমেদ ভূঁইয়াসহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা বলেন, উপজেলায় স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিধি মেনে পরিচালনা করতে হবে। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানও চলতে দেয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।