প্রকাশ : ০৫ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান টুটুলের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার রাত ৯টায় মরহুমের গ্রামের বাড়ি বিষ্ণুপুর ইউনিয়নের নূরুল্লাহপুর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। সাধারণ মানুষের অতি আপনজন এমন একজন সমাজসেবক ও রাজনীতিবিদকে হারিয়ে এলাকার মানুষ ছিলেন শোকাহত।