প্রকাশ : ০৫ জুন ২০২২, ০০:০০
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে উপজেলা সদের উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারীর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। পরে পৌরসভা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। তিনি বলেন, দেশ আজ এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশের এই উন্নয়নযাত্রা বিএনপি জামাত জোটের কাছে চক্ষুশূল হয়ে উঠেছে। তাই তারা আবারো নীলনকশা বাস্তবায়নে মাঠে নেমেছে। ইতিমধ্যেই তারা আরেকটি ৭৫ সৃষ্টির চেষ্টার কথা ঘোষণা করেছে। কিন্তু তারা ভুলে গেছে আওয়ামী লীগের প্রাণ ছাত্রলীগ এখনো রাজপথে। তারা যদি নিজেদের অবস্থান সুদৃঢ় করে ঐক্যবদ্ধভাবে মাঠে দাঁড়ায় তাহলে বিএনপি-জামাত জোট পালাবার পথ পাবে না। তাই আগামীর বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগকে রাজপথে আরো কঠোর ভূমিকা রাখতে হবে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম-সম্পাদক রাজীব মুজমদারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম সোহাগ, সাবেক যুগ্ম সম্পাদক রবিউল হোসেন প্রমুখ।