রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জুন ২০২২, ০০:০০

জাফরাবাদ এমদাদিয়া (দাওরায়ে হাদীস) মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, মিলাদ ও দোয়া
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পুরাণবাজার ঐতিহ্যবাহী জাফরাবাদ জামিয়া আরাবিয়া এমদাদিয়া (দাওরায়ে হাদীস) মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম পরিদর্শনে সভাপতির আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ জুন শনিবার বাদ জোহর উক্ত মাদ্রাসার সম্মানিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, বিক্রমপুর রি-রোলিং মিলস্ লিঃ, এসকেএইচ বন্দর রিয়েল এস্টেট লিঃ-এর চেয়ারম্যান ও বন্দর স্টীল ইন্ডাস্ট্রিজ লিঃ ঢাকা-এর পরিচালক আলহাজ্ব শেখ হারুন-অর-রশিদ মাদ্রাসা প্রাঙ্গণে আসলে প্রথমেই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ হারুন-অর-রশিদ বলেন, আমি এলাকার সন্তান হিসেবে অত্র মাদ্রাসার উন্নয়নে সবসময়ই নিজেকে নিয়োজিত রাখবো। এই মাদ্রাসাটিকে চাঁদপুরের একটি মডেল মাদ্রাসারূপে দেখতে চাই। আমি যতদিন বেঁচে থাকবো, আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন। পড়াশুনায়ও আপনারা এগিয়ে যাবেন এই কামনা করছি।

তিনি বলেন, আমি খুবই অসুস্থ ছিলাম। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। মাদ্রাসার উন্নয়নের জন্য যতদিন আল্লাহ আমাকে তৌফিক দেয় যতটুক পারি কাজ চালিয়ে যাবো, পিছপা হবো না।

মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা জাফর আহম্মেদের সভাপতিত্বে উপস্থিতি ছিলেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক আহছান উল্যাহ আখন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা মুরাদ হোসেন, চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও বেগম ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী হাবিবুর রহমান, মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব বিল্লাল হোসেন পাটোয়ারী, দিলদার হোসেন খান, কোষাধ্যক্ষ আলহাজ্ব নাজমুল আলম পাটোয়ারী, সদস্য আলহাজ্ব রফিক মল্লিক, তনু মোল্লা, শফিক পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা নিলু হাওলাদার, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজ বেপারী, সাধারণ সম্পাদক হাসান গাজী প্রমুখ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা জাফর আহম্মেদ।

উল্লেখ্য, আলহাজ্ব শেখ হারুনুর রশিদ প্রাচীন এ মাদ্রাসার সভাপতির দায়িত্বে আসীন হবার পর মাদ্রাসার আমূল পরিবর্তন হয়েছে। মসজিদের উন্নয়নে তার যথেষ্ট অবদান রয়েছে। নিজ অর্থায়নে নিজের এবং স্ত্রীর নামে সাবিনা ইয়াছমিন-শেখ হারুনুর রশিদ ছাত্রাবাস নির্মাণ করে দিয়েছেন। এখন মাদ্রাসার স্থায়ী উন্নয়নের জন্য নতুন জায়গা নিয়ে সেখানে স্থাপনা নির্মাণেরও উদ্যোগ নিয়েছেন। নিঃস্বার্থ একজন সমাজসেবক হিসাবে তার সাহায্য-সহযোগিতার নাম নিচ্ছে এলাকার মানুষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়