প্রকাশ : ০৫ জুন ২০২২, ০০:০০
সারাদেশের ন্যায় চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত ২ জুন বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় অভিভাবকসহ ছাত্র ছাত্রীদের ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনার ইস্তিয়াক আহম্মেদ (ইনাম)। এ বিদ্যালয়ের স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা হলো মোঃ আব্দুল্লাহ খান (পঞ্চম শ্রেণি), সাবরিনা ইসলাম (পঞ্চম শ্রেণি), আব্দুল গাফ্ফার আপন (পঞ্চম শ্রেণি), মোঃ আব্দুল্লাহ (চতুর্থ শ্রেণি), সুফিয়া হোসেন রেজা (চতুর্থ শ্রেণি) এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সায়মা রহমান (তৃতীয় শ্রেণি) ও তানজিম আহমেদ আলভী (তৃতীয় শ্রেণি)। নির্বাচিত এই প্রতিনিধিরা স্কুলে সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করবে।