রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জুন ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শামীম হাসান ॥

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৪ জুন শনিবার সকালে উপজেলা আওয়ামী যুবলীগ কার্যালয়ের সামনে থেকে ‘৭৫-এর খুনিদের চক্রান্ত রুখে দাঁড়াও’ এমন নানা স্লোগানে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়। প্রতিবাদ মিছিলটি ফরিদগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা আওয়ামী যুবলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এরপর সেখানে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল-আমিন পাটওয়ারীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, ৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যান। এরপর যখনই জননেত্রী শেখ হাসিনা দেশের বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক তখনই রাজাকার আল-বদর বাহিনীর উত্তরসূরী বিএনপি, জামাত শিবির এমন উন্নয়ন কিছুতেই মেনে নিতে পারছে না। তারা চাইছে আরো একটি পনর আগস্ট সংঘটিত করতে। ফরিদগঞ্জে আওয়ামী যুবলীগের নেতা-কর্মীদের দেহে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বিএনপি, জামাত, শিবিরকে তা কখনোই বাস্তবায়ন করতে দেয়া হবে না।

আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, ফরিদগঞ্জ পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আকরাম হোসেন রবিন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগ নেতা পাভেল পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান পাটওয়ারী, সাধারণ সম্পাদক আল-আমিন, পৌর ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক হৃদয় গাজীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়