রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জুন ২০২২, ০০:০০

কৃষক মোবাইল ফোনে পাবে ঝড়-বৃষ্টি, বজ্রপাতের বার্তা
কৃষিকণ্ঠ প্রতিবেদক ॥

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুন) বেলা সাড়ে ১১টার চাঁদপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ নিজাম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা আক্তার, হাইমচর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুল হাসান শরীফ, ফরিদগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশিক জামাল মাহমুদ প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সাথে আমাদের কৃষকদের মানিয়ে নিতে হবে। মোবাইল ফোনের মাধ্যমে আমাদের প্রতিদিনের তথ্য সম্পর্কে জানতে হবে। এখন ডিজিটাল যুগ। কৃষকের সাথে থাকবে একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন। আবহাওয়া, ঝড়-বৃষ্টি, বজ্রপাত সম্পর্কে আগে থেকেই খোঁজ-খবর মোবাইল ফোনের মাধ্যমে জানা যাবে। আগে মানুষ রেডিওয়ের মাধ্যমে কৃষিবিষয়ক খবরাখবর জানতো। এখন মানুষ মোবাইল ফোনের মাধ্যমে কৃষির সব বিষয়ে তথ্য মিলবে। নইলে আমাদের উৎপাদিত ফসল ঠিকমত ঘরে তুলতে পারবো না। অনুষ্ঠানে কৃষি উপ-সহকারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ৫০ জন কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়