প্রকাশ : ০৫ জুন ২০২২, ০০:০০
বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে ৬০ জেলেকে ছাগল প্রদান করা হয়েছে। গতকাল ষোলঘর উপজেলা কমপ্লেক্স চত্বরে সকাল ১১টায় নিবন্ধিত ৬০ জেলের মাঝে ২টি করে ১২০টি ছাগল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মুকবুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মল্লিক, জাতীয় মৎস্যজীবী সমিতির সদর উপজেলা প্রতিনিধি তছলিম বেপারী প্রমুখ।