প্রকাশ : ০৪ জুন ২০২২, ০০:০০
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক হত্যার হুমকি ও ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলা, পদ্মাসেতু ও খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে চাঁদপুর পৌর ছাত্রদল। গত সোমবার (৩০ মে) বিকেল ৫টায় বিক্ষোভ মিছিলটি নতুনবাজার থেকে শুরু করে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সমাবেশ থেকে ছাত্রদল সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও আটককৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন চাঁদপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ বারেক ভূঁইয়া, সদস্য সচিব মাহমুদ ফয়সাল, যুগ্ম আহ্বায়ক শিপন আহমেদ, নূর মোহাম্মদ, ফয়েজ ঢালী, ফয়সাল মাল, সদস্য মাসুদ পাটোয়ারী, আকাশ সরকার প্রশান্ত, রাজু বেপারী ও সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান। এছাড়া বিভিন্ন শাখা ও ইউনিটের অন্তত পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশ নেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর পৌর ছাত্রদল এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।