প্রকাশ : ০৪ জুন ২০২২, ০০:০০
গতকাল ৩ জুন সকালে চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই মাজহারুল হক সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে কচুয়া উপজেলার খাজুরিয়া এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রী ছাউনীর সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ সাব্বির হোসেন (২৬) (পিতা মৃত হুমায়ুন কবির সবুজ, সাং-চর মাধবরায়, মোল্লা বাড়ি, ৬নং বিদ্যানন্দনপুর ইউপি, কাজিরহাট, বরিশাল)কে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।