প্রকাশ : ০৩ জুন ২০২২, ০০:০০
শাহরাস্তিতে উপবৃত্তি বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী মেহার ডিগ্রি কলেজ মিলনায়তনে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ঢাকার উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান শেফালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ঢাকার গবেষণা কর্মকর্তা সহকারী অধ্যাপক আশরাফুল মামুন। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল রানা তালুকদার, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, সূচীপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক মোঃ আবুল কালামসহ উপজেলার স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধান এবং আইসিটির শিক্ষকবৃন্দ। কর্মশালায় উপবৃত্তি কারা পাবে, উপবৃত্তি পাওয়া শিক্ষার্থী নির্বাচন, অনেকে কেনো উপবৃত্তি পায় না, নানা সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়।