রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ জুন ২০২২, ০০:০০

নারায়ণগঞ্জের বুদ্ধিপ্রতিবন্ধী আরিফাকে ফিরে পেলো তার পরিবার
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর সদর মডেল থানাধীন নতুনবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এটিএসআই মোঃ খায়রুল ইসলামের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা থেকে হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী আরিফাকে ফিরে পেলো তার পরিবার।

গত ১ জুন বুধবার সকালে চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের উপস্থিতিতে বুদ্ধি প্রতিবন্ধী আরিফাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেন এটিএসআই খায়রুল ইসলাম।

জানা যায়, বুদ্ধি প্রতিবন্ধী আরিফা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর পাঁচপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

জানা যায়, গত ৩০ মে সোমবার রাত ৮টায় ৯৯৯ কল পেয়ে চাঁদপুর নতুনবাজার পুলিশ ফাঁড়ির এটিএসআই মোঃ খায়রুল ইসলাম চাঁদপুর বাসস্ট্যান্ড হিলশা বাস কাউন্টারে যান। সেখানে সংবাদদাতা নাসির ভূঁইয়া নামে এক ব্যক্তির কাছ থেকে জানতে পারেন হারিয়ে যাওয়া মেয়েটি কুমিল্লা রিলাক্স বাসযোগে চাঁদপুর বাসস্ট্যান্ড হিলশা কাউন্টারের সামনে এসে নামে। মেয়েটিকে বিভিন্ন লোকজন বিভিন্ন ধরনের কথা জিজ্ঞাসাবাদের পর কোনো তথ্য বের করতে পারেনি। এক পর্যায়ে উপস্থিত লোকজন বুঝতে পারেন মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী। এ ঘটনা শুনে স্থানীয় লোকজন ৯৯৯ নাম্বারে কল দিলে খায়রুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদের সাথে এ বিষয়ে কথা বলে মেয়েটিকে থানা হেফাজতে নিয়ে যান।

এদিকে মেয়েটির কাছে কোনো তথ্য না পেয়ে পুলিশ কৌশল অবলম্বন করে মেয়েটির জন্ম নিবন্ধন সংগ্রহ করে। এরপর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার অফিসার ইনচার্জের সাথে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কথা বলে ঐ জন্ম নিবন্ধনটি সোনারগাঁও থানায় পাঠান। পরে জন্ম নিবন্ধন অনুযায়ী সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং মেম্বারের সাথে যোগাযোগ করে ওসি তার পরিবারকে সন্ধান করে বের করেন এবং বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে আরিফা চাঁদপুর সদর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান। এ খবর শুনে গত ১ জুন বুধবার সকালে মেয়েটির চাচা-চাচীসহ পরিবারের লোকজন চাঁদপুর আসলে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের নির্দেশে এটিএসআই খায়রুল ইসলাম তাঁর পরিবারের কাছে বুঝিয়ে দেয়। এতে পরিবারটি চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়