প্রকাশ : ০৩ জুন ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
কচুয়া উপজেলার সাহারপাড় গ্রামের আবদুর রহিম মজুমদারের ছেলে ফাহাদ মজুমদার গত ২৬ মে থেকে নিখোঁজ। কোনো কারণ ছাড়া হঠাৎ বাড়ি থেকে সে নিখোঁজ হয়ে যায়। তার বয়স ১৫, গায়ে ছিলো কালো প্যান্ট ও কালো টি-শার্ট। ফাহাদ পিতাণ্ডমাতার একমাত্র সন্তান। এ ব্যাপারে কচুয়া থানায় সাধারণ ডায়েরি (নং-১৩৫৯, তাং ২৯/৫/২২ খ্রিঃ) করা হয়েছে।
কেউ ফাহাদের সন্ধান পেলে তার পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো : ০১৮৪০২৫৬০৯৪ ও ০১৮৩০৭২২০২৪।