প্রকাশ : ০২ জুন ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী আমিয়াপুর হযরত বিবি ফাতেমা (রাঃ) মহিলা মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি মোঃ লোকমান হোসেন মুন্সি। ৯ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস ছাত্তার পেয়েছেন ৪ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি জহিরুল হক কোনো ভোট পাননি।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম। মাদ্রাসার সুপার মাওলানা ফারুক হোসেন জানান, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ায় প্রিসাইডিং অফিসার, থানা পুলিশ, অভিভাবক প্রতিনিধি, সাংবাদিকসহ সকলের প্রতি কৃতজ্ঞ।
উল্লেখ্য, গত ২৫ মে অভিভাবক পদে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবতেদায়ী শাখায় সাধারণ সদস্য পদে আবু তাহের, দাখিল শাখায় সাধারণ সদস্য পদে জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম, মাহবুব আলম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে মিলন বেগম, শিক্ষক প্রতিনিধি পদে এবতেদায়ী শাখার আব্দুস সামাদ, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদে রাবেয়া আক্তার এবং দাতা সদস্য পদে মোঃ নূরুল হক নির্বাচিত হয়েছেন।