প্রকাশ : ০২ জুন ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলায় পৃথক দু’টি অভিযানে ১৩০ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।
মতলব উত্তর থানার এসআই মোঃ মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে মঙ্গলবার রাতে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের ফরাজিকান্দি মাদ্রাসার উত্তর পাশের পুকুরপাড়ের মাটির রাস্তা থেকে ১শ’ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক বিল্লাল (৩৮) উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের আবুল কাশেম মাঝির ছেলে ও অপরজন ফরাজিকান্দি (বর্তমান রামদাসপুর) গ্রামের মৃত হাসেম মাঝির ছেলে আব্দুল কাদির (৩৭)।
অপর আরেকটি অভিযানে মতলব উত্তর থানার এসআই হারুন অর রশিদ পৃথক অভিযান পরিচালনা করে। রাতে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামে জব্বার মিয়ার স'মিল সংলগ্ন বালুর মাঠ থেকে ৩০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক সঞ্জয় বর্মন (২২) উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের শ্রী কৃষ্ণ বর্মনের ছেলে। আটককৃতদের চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদক ব্যবসায়ীদের আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের সাথে কোনো আপস নেই। যারা মাদকের সাথে জড়িত তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।