প্রকাশ : ০২ জুন ২০২২, ০০:০০
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শতাধিক বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দিরের শ্রীশ্রী কালীমাতা বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ৩১ মে মঙ্গলবার সকালে ব্যাপক ভক্ত নর-নারীর উপস্থিতিতে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় মন্দিরের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক গোবিন্দ সাহা, সদস্য প্রবীর পোদ্দার, অমল রক্ষিত মনা, কিশোর কুমার শংকর, অরূপ কুমার শ্যাম, বিকাশ মজুমদার টিটু, সঞ্জীত পোদ্দার, সুভাষ চন্দ্র সাহা, বাপ্পী দে, লিটন মজুমদার, অজয় মজুমদার, গৌতম কুমার বর্ধন, অ্যাডঃ প্রভাষ সাহা, পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দসহ ব্যাপক ভক্ত নর-নারীর উপস্থিতি পরিলক্ষিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী কালীমাতা বিগ্রহ প্রতিষ্ঠার আনুষ্ঠানিকতা, বিশ্বশান্তি ও কল্যাণ কামনায় পূজা-অর্চনাসহ ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। দুপুরে অনুষ্ঠিত হয় ভোগরাগ অনুষ্ঠান। ভোগরাগ অনুষ্ঠানশেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। প্রায় সহস্রাধিক ভক্ত নর-নারী অত্যন্ত সুশৃঙ্খলভাবে শ্রীশ্রী কালীমাতার প্রসাদ গ্রহণ করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়।