প্রকাশ : ০১ জুন ২০২২, ০০:০০
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি উপজেলা বিএনপির উদ্যোগে ঠাকুরবাজারে দলীয় কার্যালয়ে মঙ্গলবার বিকেলে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পৌরসভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির নেতা শেখ বেলায়েত হোসেন সেলিম, শাহাদাত হোসেন মাস্টার, আক্তার হোসেন চৌধুরী, তাজুল ইসলাম সুমন, আহসান উল্লাহ, মনির হোসেন মিন্টু, মোস্তফা কামাল, যুবদল নেতা আবুল কাশেম আকাশ, ছাত্রনেতা জোবায়ের আল নাহিয়ান ও ফিরোজ হাসান রাফি।
বক্তারা বলেন, আমরা দলের জন্যে কাজ করে যাচ্ছি, কে এমপি হবে মন্ত্রী হবে তা দেখার বিষয় নয়। দলকে ঐক্যবদ্ধ করে এ সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করাই আমাদের লক্ষ্য। তারা আরও বলেন, আমরা কাউকে দূরে ঠেলে দিইনি। বরং তারাই বিভক্তির রাজনীতি শুরু করেছে। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত নেতৃবৃন্দের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।