প্রকাশ : ০১ জুন ২০২২, ০০:০০
কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ নবঘোষিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সভা করেছে চাঁদপুর জেলা যুবদল। ৩১ মে মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক। জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা বন্দুকসী, রাজ্জাক হাওলাদার প্রমুখ।
এ সময় জেলা যুবদলের সিনিঃ সহ-সভাপতি কামাল পাটওয়ারী, যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, যুবদল নেতা ইউসুফ মিয়াজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা যুবদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশা ব্যক্ত করেন যে, এই কমিটির নেতৃত্বে আগামী দিনে সরকার পতনের আন্দোলন আরো বেগবান হবে। তারা বলেন, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত চাঁদপুরে প্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে যুবদলের প্রত্যেকটি নেতা-কর্মী ঐক্যবদ্ধ রয়েছে।