প্রকাশ : ০১ জুন ২০২২, ০০:০০
মতলব উত্তর ব্যুরো ॥
মতলব উত্তর থানা পুলিশ ১ কেজি গাঁজাসহ পরিতোষ মণি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। জানা যায়, ৩০ মে রাতে এসআই পলাশ বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ দুর্গাপুর ইউনিয়নস্থ মতলব-শ্রীরায়েরচর বেড়িবাঁধের পূর্ব পাশে ঋষিপাড়া যাওয়ার রাস্তার মাথা থেকে তাকে আটক করে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এ অভিযান অব্যাহত থাকবে।