প্রকাশ : ০১ জুন ২০২২, ০০:০০
বাংলাদেশ পুলিশের ৪৬ কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪) পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।
একটি প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই ৪৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি করা হলো।
এদিন অপর এক আদেশে জাতিসংঘ মিশনে সুদানের দারফুরে কর্মরত চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার হাসান মোঃ শওকত আলীকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
এছাড়া শিক্ষা ছুটিতে লিয়নে থাকা পুলিশ সদর দপ্তরের সহেলী ফেরদৌস ও বেগম সামসুন্নারকে অতিরিক্ত ডিআইজি হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে।
এই তিনজন দেশে ফিরে মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতির আদেশ জারি করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। সূত্র : ঢাকা পোস্ট।