প্রকাশ : ০১ জুন ২০২২, ০০:০০
শিবকল্পদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান উৎসব উপলক্ষে চাঁদপুর পুরাণবাজার হতে মহাপুণ্যস্থান বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের উদ্দেশ্যে লঞ্চযাত্রার আয়োজন করেছে সাংস্কৃতিক ও সেবামূলক প্রতিষ্ঠান পুরাণবাজার লোকনাথ শিব সংঘ। আগামীকাল ২ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজ সংলগ্ন পন্টুন থেকে বিলাসবহুল এমভি মিতালী-৪ লঞ্চটি বারদীর উদ্দেশ্য যাত্রা করবে। পরদিন ৩ জুন শুক্রবার দুপুর ২টায় বারদী থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ফিরে আসবে। লঞ্চে থাকা তীর্থযাত্রীদের জন্যে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে বলে জানা যায়। শ্রী শ্রী লোকনাথ শিব সংঘের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজিত ঘোষ জানান, প্রতি বছরই তিরোধান উৎসব উপলক্ষে দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্তবৃন্দ বারদীর উদ্দেশ্য যাত্রা করেন। তারা তাদের ভক্তি বিশ্বাস নিয়ে শ্রী শ্রী লোকনাথ বাবার পূজা-অর্চনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা এবং নিজেদের সুখ শান্তির জন্য প্রার্থনা করেন। কিন্তু বৈশ্বিক মহামারি করোনার কারণে গত দু’ বছর অনেক ভক্তই তিরোধান উৎসবে বারদী যেতে পারেননি বলে এ বছর আমরা পুণ্য তীর্থস্থান বারদী যাওয়ার সুবিধার্থে চাঁদপুর থেকে লঞ্চ যাত্রার আয়োজন করেছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বারদী যেতে ইচ্ছুক ভক্তদের কাছে অনুরোধ থাকবে, যাতে নির্দিষ্ট সময় তারা লঞ্চে আরোহণ করেন। লঞ্চে তীর্থযাত্রীদের জন্যে সকল প্রকার ব্যবস্থা রয়েছে। আমরা মনে করি লোকনাথ বাবা করুণার প্রতিমূর্তি। কোনো আর্ত বা বিপন্ন মানুষ যদি ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে বাবা লোকনাথকে স্মরণ করেন তাহলে তাকে লোকনাথ ব্রহ্মচারী বাবা রক্ষা করবেন এটাই আমাদের বিশ্বাস।
উল্লেখ্য, পুরাণবাজার লোকনাথ শিবসংঘ প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক সাংস্কৃতিক সেবামূলক কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে সক্ষম হয়েছে। তারা সনাতন ধর্মাবলম্বীদের ত্রিনাথের মেলা, নারায়ণ সেবা হরিনাম কীর্তনসহ ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে, দেশের বিভিন্নস্থানে ভক্তদের মাঝে সংগঠনটি বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানা যায়।