রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ জুন ২০২২, ০০:০০

জেলা পরিষদ চাঁদপুর কর্তৃক জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চাঁদপুরকে মাতৃস্বাস্থ্য সেবার জন্যে বিভিন্ন মালামাল প্রদান
অনলাইন ডেস্ক

গতকাল ৩১ মে জেলা পরিষদ চাঁদপুর কর্তৃক জেলা পরিবার পরিকল্পনা বিভাগ, চাঁদপুরকে ডেলিভারি টেবিল-১৩টি, রোগী দেখার বেড ৫টি, ডেলিভারী টেবিলে উঠার সিড়ি ১১টি, যন্ত্রপাতি রাখা ট্রলি ৭টি, রোগী বসার ওয়েটিং চেয়ার ১ সেট এবং ফ্রিজ ১টি সরবরাহ করা হয়। যার মূল্য তিন লাখ আটষট্টি হাজার টাকা। যা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রসব সেবায় ব্যবহৃত হবে এবং মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যুরোধে সহায়ক হবে।

উক্ত মালামালগুলো পরিবার পরিকল্পনা বিভাগ, চাঁদপুরের উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াস চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের কাছ থেকে গ্রহণ করেন। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ তানভীরুল ইসলাম, মেডিকেল অফিসার (এমসিএইচণ্ডএফপি) ডাঃ শাহরিন আফরিন, সদর, চাঁদপুর এবং চাঁদপুর মামনি-এমএনসিএস প্রকল্পের জেলা ম্যানেজার মোঃ ওয়াহিদুজ্জামান।

মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যুরোধে উক্ত মালামাল প্রদান করায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে জেলা পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত কাজে মামনি-এমএনসিএস প্রকল্প, চাঁদপুরকেও সহায়তা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়