রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ জুন ২০২২, ০০:০০

ইফার বিভাগীয় পর্যায়ে চাঁদপুর থেকে ইয়েস কার্ড পেলেন ৬০ জন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) দিনব্যাপী চাঁদপুুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া ফাযিল মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে চাঁদপুরের ৮ উপজেলায় ২০ গ্রুপে ৭ ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এদের মধ্য থেকে বাচাই করে চাঁদপুর জেলার ৬০ জন বিভাগীয় পর্যায়ে ইয়েস কার্ড পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুদী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জসিম উদ্দিন। তিনি বলেন, ইসলাম মানবকল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে। যারা মানুষকে ভালোবাসতে শিখে তারা কখনো মানুষ হত্যা করে না। ইসলামী সাংস্কৃতিক চর্চায় ধর্মীয় মূল্যবোধ জাগ্রত হয়। যারা সাংস্কৃতিক চর্চা করে তারা কখনো খারাপ পথে পা বাড়ায় না।

ইফা চাঁদপুর জেলা উপ-পরিচলক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন। আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ নওগাঁও রাশেদিয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, বিজয়ী ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন শাহরাস্তি নিজমেহার মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।

জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতি চাঁদপুরের সাধারণ সম্পাদক ও আল-হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া-মোনাজাত করেন ফরিদগঞ্জ কাছিয়ারা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ রিফাত বিন সালেহ। নাতে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম পরিবেশন করেন মোঃ ইমদাত হোসেন। উপস্থতি ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিযোগীদের অভিভাবক ও ইফার বিভিন্ন কেন্দ্রের শিক্ষকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়